নদী মাতৃক দেশ বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই শীতলক্ষা নদী। শীতলক্ষা নদী গাজীপুর এবং নরসিংদী জেলার মধ্যদিয়ে প্রবাহিত। এই নদীর পশ্চিম পার্শ্বে গাজীপুর জেলা এবং পূর্বপাড়ে নরসিংদী জেলা অবস্থিত। গাজীপুর জেলার কালীগঞ্জ এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোগাশাল নামক স্থানে একটি রেল সেতু এবং শহীদ ময়েজ উদ্দিন সড়ক সেতুর মাধ্যমে দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলে যাতায়ত করা হয়। শীতলক্ষা নদীকে কেন্দ্র করে পূর্বপাড়ে সেই ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত ছোট বড় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। পলাশ উপজেলার কয়েকটি উল্লেখ যোগ্য শিল্প কারখানা দেশ বন্ধু সুগার মিল, দেশ বন্ধু পলিমার, পেট্রিয়ট ফেসেন, প্রাণ ইন্ডাষ্ট্রিজ লি:, চরকা টেক্সটাই, সেভেন রিং সিমেন্ট ফেক্টরী, তাইহিও সিমেন্ট ফেক্টরী এ শিল্পকারখানা গুলোর কারনে পলাশ উপজেলাকে শিল্প ও বানিজ্যিক উপজেলা বলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস