অবস্থান ও আয়তন
পলাশ উপজেলা নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপুর্ন উপজেলা। এটি নরসিংদী জেলা শহর হতে ১০ কি:মি: দুরে অবস্থিত। এর মোট আয়তন ৯৪.৪৩ বর্গ কি:মি:।
নরসিংদী ও গাজীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীর পুর্ব পারে পলাশ উপজেলা অবস্থিত। উত্তরে শিবপুর, পূর্বে শিবপুর ও নরসিংদী সদর, দক্ষিনে নরসিংদী জেলা সদর এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অবস্থিত। এ উপজেলাটি প্রায় ২৩.৫৩ এবং ২৪.৩৩ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৯০.৩ এবং ৯.৪৩ ডিগ্রী পুর্ব দক্ষিন অক্ষাংশের মধ্যে অবস্থিত।
ভূ-প্রকৃতি
পলাশ উপজেলা সদরের অদুরে অবস্থিত পারুলিয়া এক সময় এ অঞ্চলের রাজধানী ছিল বলে যানা যায়। এ অঞ্চলের তৎকালিন জমিদার নরসিংহের নামানুসারেই প্রথমে নরসিংহদী এবং পরবর্তীতে নরসিংদী নামের উৎপত্তি হয়েছে বলে ধারনা করা হয়।
পলাশ উপজেলায় সমগ্র ভূ-খন্ডের মধ্যে প্রায় ০৪ বর্গ কি:মি: এলাকা জুড়ে নদী ও জলাশয় রয়েছে। এর ভূ-প্রকৃতিগত গঠন বিশ্লেষনে দেখা যায় যে, শতকরা ৩০ ভাগ এলাকা মধুপুর গড় ভূমির অন্তর্গত। বাকী ৭০ ভাগ এলাকা ব্রক্ষপুত্র নদের পলল গঠিত অসমতল ভূমি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস