Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“অস্থায়ী পশুরহাট ইজারা বিজ্ঞপ্তি”
বিস্তারিত

এতদ্বারা এ উপজেলাধীন নিম্নবর্নিত তফসিল ‘ক’ তে উল্লে¬খিত হাট সমূহে সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায়ের লক্ষ্যে বাংলা  ১৪২৫ সনের ঈদুল আযহা/১৮ উপলক্ষে  সম্পূর্ন অস্থায়ীভাবে ইজারা প্রদানের জন্য সীলমোহরযুক্ত দরপত্র আহবান করা যাচ্ছে। উক্ত ইজারার শর্ত সম্বলিত দরপত্র  সিডিউল ১। জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী ২। সহকারী কমিশনার (ভূমি) পলাশ, নরসিংদী  ৩। সোনালী ব্যাংক, পলাশ শাখা, নরসিংদী  ৪। ভার প্রাপ্ত কর্মকর্তা পলাশ থানা-সহ  নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে  অফিস চলাকালীন সময়ে নগদ মূল্যে (অফেরত যোগ্য ) দরপত্র সিডিউল ক্রয় করা যাবে।

তফসিল ”ক”

ক্র নং  অস্থায়ী কুরবানীর পশুরহাটের নাম
বাজার বসানোর
বার
দরপত্রের মূল্য
(অফেরত যোগ্য)
তালতলী বাজার গজারিয়া, পলাশ, নরসিংদী সোম ও শুক্রবার  ১,০০০/-
চরনগরদী বাজার, জিনারদী, পলাশ, নরসিংদী  বৃহস্পতি ও রবি বার  ১,০০০/-
সাধুর বাজার, গজারিয়া, পলাশ, নরসিংদী  বুধবার ও শনিবার   ৫০০/-
সানের বাড়ী তাঁত অফিস সংলগ্ন মাঠ, জিনারদী,  বৃহস্পতি ও রবিবার  ৫০০/-
ডাংগা  বাজার, ডাংগা, পলাশ, নরসিংদী।  সোমবার ও শুক্রবার  ৫০০/-
পূবালী বাজার, ডাংগা, পলাশ, নরসিংদী।  বৃহস্পতি ও রবিবার  ৫০০/-
ফুলেশ্বরী বাজার সান্তান পাড়া, ডাংগা, পলাশ, নরসিংদী  শবিবার ও বুধ বার  ৫০০/-
সেকান্দরদী(ঝালঘাটি) বাজার, গজারিয়া,পলাশ, নরসিংদী   রবিবার ও বৃহস্পতিবার  ৫০০/-

“খ” তফসিলে বর্নিত তারিখ ও সময়ে দরদাতাগণের উপস্থিতিতে ( যদি কেহ উপস্থিত থাকে) দরপত্র খোলা হবে নির্ধারিত সময়ের পর কোন দরপত্র সিডিউল বিক্রয় / জমা গ্রহণ করা হবে না।  কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ / বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। দরপত্র সংক্রান্ত অন্যান্য শর্তাবলী দরপত্র সিডিউলের সাথে সংযোজিত থাকবে।    

তফসিল ‘খ’

সিডিউল  বিক্রয়ের শেষ তারিখ দরপত্র  দাখিলের তারিখ
ও সময়
খোলার  তারিখ ও সময়
 ১৪/০৮/২০১৮খ্রিঃ তারিখ 
মঙ্গলবার, দুপুর ০১.০০ টা।    
১৪/০৮/২০১৮ খ্রিঃ তারিখ
দুপুর ০২.০০ টা।
  ১৪/০৮/২০১৮ খ্রিঃ তারিখ
বেলা ০৩.০০ টা।
 
 
(ভাস্কর দেবনাথ বাপ্পি)
              উপজেলা নির্বাহী অফিসার            
             পলাশ, নরসিংদী।
ফোন নং ৯৪৬৬৩৪৪
ই-মেইল ঃ unopalash@mopa.gov.bd

-ঃ শর্তাবলী ঃ-

১।  স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-২ শাখার স্মারক নং-২৪৫তারিখ ০৪/০৮/১৬ খ্রিঃ এর নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান মাঠ 
  /খেলার মাঠ/ রেল লাইন, সড়ক / মহাসড়ক / সড়কের সন্নিকটে (৩০০ ফুট এর মধ্যে) পশুর হাট বসানো যাবে না।
২।  উপজেলা নির্বাহী  অফিসার পলাশ এর বরাবরে দরপত্র দাতাকে উদ্বৃত দরের ৩০% টাকা যে কোন তফসিলি
       ব্যাংক থেকে ড্রাফ্ট / পে অর্ডার দরপত্রের সাথে  দাখিল করতে হবে। ।
৩।  সর্বোচ্চ দর দাতাকে দরপত্র গৃহীত হবার সাথে সাথে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে। 
৪।  ইজারাদার নিজ দায়িত্বে হাটের শৃঙ্খলা বজায় রাখবেন ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন।
৫।  ইজারাদারকে ইজারা মূল্যের উপর ৫%  আয়কর এবং ১৫% ভ্যাট ইজারা গ্রহণের পূর্বেই সংশ্লি¬ষ্ট কোড নম্বরে
      ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের কপি দাখিল করতে হবে।
৬।  অসম্পূর্ন বা ক্রটি পূর্ন দরপত্র গ্রহণ যোগ্য নহে।
৭।  প্রত্যেক ইজারাদারকে পশুর হাটে জাল টাকা যাচাই করার জন্য মেশিন বসাতে হবে।
৮। কর্তৃপক্ষ যে কোন সময় কোন  কারণ দর্শনো ব্যতিরেকেই ইজারা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

 (ভাস্কর দেবনাথ বাপ্পি)
              উপজেলা নির্বাহী অফিসার            
             পলাশ, নরসিংদী।
ফোন নং ৯৪৬৬৩৪৪
ই-মেইল ঃ unopalash@mopa.gov.bd
স্মারক নং- ০৫.৩০.৬৮৬৩.০১৩.০৩.০০১.১৮-         /১(৩০)                          তারিখঃ ১২-০৮-২০১৮ খ্রি:
অনুলিপি সদয় জ্ঞাতার্থে / কার্যর্থে  প্রেরণ করা হলো।
১।  জেলা প্রশাসক,নরসিংদী। সদয় জ্ঞাতার্থে।
          ২। চেয়ারম্যান / ভাইস চেয়ারম্যান / মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পলাশ, নরসিংদী।
৩।  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নরসিংদী। সদয় জ্ঞাতার্থে।
৪।  সহকারী কমিশনার ( ভূমি ), পলাশ, নরসিংদী।
৫।  উপজেলা .....................................................অফিসার, পলাশ, নরসিংদী।
৬।  চেয়ারম্যান..............................................(সকল), ইউনিয়ন পরিষদ,পলাশ, নরসিংদী। তাঁকে 
                বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৭।  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা.....................(সকল), পৌর / ইউনিয়ন ভূমি অফিস, পলাশ, 
               নরসিংদী। তাঁকে বিজ্ঞপ্তিটি মাইকিংএর মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
৮।  জনাব ................................................................................................................।
৯।  সম্পাদক, ........................................................................, তাঁকে উপরোক্ত ইজারা বিজ্ঞপ্তিটি  
      সংক্ষিপ্ত  আকারে আগামী  সংখ্যায়  প্রকাশিতব্য পত্রিকায় প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
 
 
 
 উপজেলা নির্বাহী অফিসার
  পলাশ,নরসিংদী।
প্রকাশের তারিখ
13/08/2018
আর্কাইভ তারিখ
30/08/2018