Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা এ বিনোদন

পলাশ উপজেলা ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখে আসছে। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা যায়। তাছাড়াও অন্যান্য খেলা চোখে পড়ে।যেমন: ব্যাডমিন্টন, সাতার, হাডুডু, ইত্যাদি।পলাশ উপজেলায় কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে জি আর সি স্পোর্টিং ক্লাব, চরনগরদী এবং পারুলিয়া খেলার মাঠ উল্লেখযোগ্য।এছাড়াও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ বিশাল বড় খেলার মাঠ রয়েছে এর মধ্যে পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় সমবায় আদর্শ বিদ্যানিকেতন এবং চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম। 

পলাশ উপজেলার জনগন এর বিনোদন মাধ্যম হিসেবে ঘোড়াশাল এ একটি সিনেমা হল আছে যেটা সোহাগ সিনেমা হল নামে পরিচিত।