পলাশ উপজেলায় ৮ টি অস্থায়ী পশুর হাট জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি পাওয়ার পর একটি স্থানীয় দৈনিক পত্রিকায় ইজারা বিজ্ঞপ্তি জারী করা হয়।ইজারার জাবতীয় শর্তাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। আগ্রহী দরদাতাগণ সিডিউল ক্রয় করে নির্ধারীত সময়ের মধ্য দরপত্র দাখিল করে। দরপত্র দাখিল করার পর ইজারা মূল্যায়ন কমিটি দাখিলকৃত দরের তুলনামূলক বিবরণী প্রস্তুত করে। সর্বোচ্চ দরদাতার অনুকুলে বিধি মোতাবেক ইজারা অনুমোদন সিদ্ধান্ত গৃহীত হয়। ইজারাদার ১৫% ভ্যাট ও ৫% আয়কর চালানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে জামে দেয়। ইজারা প্রাপ্তির সাথে সাথে ইজারা মূল্য পরিশোধ করার শর্তে ইজারাদারকে অনুমোদন পত্র ইস্যু করা হয়। ইজারাদার নির্ধারীত হারে হাসিল আদায় করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস