জনস্বার্থে আইন শৃংখলা রক্ষা এবং সমাজে বিদ্যমান কতিপয় অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে ফৌজদারী কার্যবিধির ৩৫২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলাধীন হাটবাজার, রেলস্টেশন, রাস্তায়, ইটের ভাটায়, সিনেমা হল, খাল-বিল, নদী ইত্যাদি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কতিপয় অপরাধ তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি এবং দোষ স্বিকার সাপেক্ষে বিধি মোতাবেক দন্ড আরোপ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস