কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কুড়াইতলী গ্রামেই জন্মলাভ করে। অত্র বিদ্যালয়টি জিনারদী ইউনিয়নের মধ্য ভাগে অবস্থিত। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর অধ্যাবধি অত্যামত্ম সুনামের সহিত পলাশ উপজেলার মাটিতে মাথা উচু করে দাড়িয়ে আছে।
ঐতিহ্যবাহী কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭০ সাল জন্ম লাভ করে। আশির দশকে উক্ত বিদ্যালয়টি ৫ম শ্রেণীর সেন্টার পরীক্ষার কেন্দ্র ছিল। স্থানীয় জনহনের অর্থয়নে ও সহযোগীতায় বিদ্যালয়টির দুই দিকে বেষ্টনী দেওয়া হয়। প্রায় প্রতি বছরই বিদ্যালয়ের ফলাফল ভাল হয়। সহ মিক্ষাক্রমিক কার্যক্রমে বিভিন্ন কেলাধুলায়, স্কাউট, সংগীত, বাদ্যযন্ত্র বরাবরই অংশগ্রহণ করছে এবং সুনামের সহিত তার অবস্থান বজায় রাখছে।
কমিটির সদস্য সংখ্যাঃ ১০ জন (পুরুষ-৬ জন মহিলা-৪ জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%,
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০ %
বিদ্যালয়টি পৌরসভায় অবিস্থত।
শতভাগ ভর্তি, সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% করা ও উপস্থিতি বৃদ্ধি ।
সকল শ্রেণীর উপস্থিতির হার বৃদ্ধি ঝড়ে পড়ার হার রোধ করন, প্রতি বৎসর বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করন।
উপজেলা সংযোগ সড়ক দিয়ে ওয়াপদা হয়ে সমবায় আদর্শ বিদ্যা নিকেতন এর পার্শ্বে অবিস্থত পাকা রাসত্মা দিয়ে যাওয়ার যোগাযোগের সুব্যবস্থা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস