এটি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার খানেপুর গ্রামে অবস্থিত এক পূর্ব পাশে দিয়ে উপাজেলার সংযোগ সড়তৎক উত্তর দিকে গিয়েছে।
বনমালি পন্ডিতের জমি দানের মাধ্যমে বিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ এবং ১৯৭৩ সালে সরকারিকরণ করা হয়। |
সভাপতিসহ মোট সদস্য সংখ্যা ১২ জন। প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব। পুরুষ ০৬জন মহিলা ০৬জন।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
পৌরসভায় অবস্থিত বলে উপবৃত্তি দেওয়া হয় না।
শতাভাগ ভর্তি, সমপনী পরীক্ষায় শতভাগ পাশ, ঝরে পড়ার হার কমানো।
শতভাগ ঝড়ে পড়া রোধ করব। ফলাফল আরও ভাল করব।
পলাশ শিক্ষা অফিস থেকেস উত্তরে প্রায় দেড় কিলোমিটার দুরে বিদ্যালয়টি অবস্থিত। এর পাশে পলাশ ইউরিয়া সারকারখানার কলনি রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস