নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন সর্বপূর্বে হাড়ীদোয়া নদীর পশ্চিমপার্শে গজারিয়া ইউনিয়ন এর রিং রোড এর পূর্ব ও পশ্চিম (উত্তর পার্শে) ঐতিয্যবাহী গজারিয়া গ্রামে অবস্থিত ।
প্রায় ১৯৬৭ ইং সনে ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ ইং সনে ইবতেদায়ী ও ১৯৮৫ ইং সনে দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় ।
১) মোঃ লুৎফর রহমান, সভাপতি, ২) আ.স.ম রুহুল আমিন, সম্পাদক, ৩) মোঃ মোশারফ হোসেন, কোঅপ্ট সদস্য, ৪) মোঃ মতিউর রহমান,সদস্য, ৫) মোঃ নঈম উদ্দিন,সদস্য, ৬) মোঃ হানিফা গাজী, সদস্য, ৭) মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি, ৮) জোবায়দা বেগম, শিক্ষক প্রতিনিধি, ৯) শিবলী মিয়া, শিক্ষক প্রতিনিধি ।
প্রাথমিক সমাপনী | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
২০১০ | ৫২ | ৩১ | ৫০% | |
২০১১ | ৫৯ | ৫৫ | ৯৩% | |
২০১২ | ৭২ | ৩১ | ৪৩% | |
জে.ডি.সি | ২০১০ | ৮৭ | ৭৯ | ৯১% |
২০১১ | ১২৭ | ১০৯ | ৮৬% | |
২০১২ | ১২৬ | ১২১ | ৯৬% | |
দাখিল | ২০০৯ | ৪৩ | ৪২ | ৯৮% |
২০১০ | ৫৩ | ৪৯ | ৯৩% | |
২০১১ | ৭৯ | ৭০ | ৭৯% | |
২০১২ | ১০০ | ৮৮ | ৮৮% | |
২০১৩ | ৯১ | ৮২ | ৯১% |
৫ম এবং ৮ম শ্রেনীর ছাত্র/ছাত্রীর সমাপনী পরীক্ষায় সরকারী বৃত্তি অর্জন করিয়াছে ।
অত্র মাদ্রাসাটি বিভিন্ন সহপাঠ পাঠ্য ক্রমিক কার্যক্রমে পুরস্কারপ্রাপ্ত হয়েছে ।
ছাত্র/ছাত্রীদের ফলাফল আশানুরুপ করার জন্য আপ্রান চেষ্টা অব্যাহত আছে ।
যোগাযোগের ব্যাবস্থা ভাল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস