বিদ্যালয়টি পলাশ উপজেলা সদরে অবস্থিত একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি একাধারে প্রাথমিক, জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষাকেন্দ্র ।
পলাশ উপজেলা সদরে কোন শিক্ষাপ্রতিষ্ঠান ছিলনা । সে কারনে উপজেলা প্রশাসনে চাকুরীরত কর্মকর্তাদের ও উপজেলা সদরের আসে পাশের জনগনের ছেলেমেয়েদের শিক্ষালাভের বিরাট সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে ১৯৮৯ সালে স্থাণীয় উপজেলা প্রশাসন, স্থানীয় কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ , বিশিষ্ট শিক্ষানুরাগী , সমাজসেকবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব অধ্যাপক মোঃ ফজলুল হক এর উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গড়ে উঠে।
০১ | মোঃ ফারম্নকুল ইসলাম ফারুক | সভাপতি ও উপজেলা চেয়ারম্যান , পলাশ, নরসিংদী |
০২ | অধ্যাপক মোঃ ফজলুল হক | প্রতিষ্ঠাতা সদস্য |
০৩ | মোঃ আরজু ভূঞা | দাতা সদস্য |
০৪ | অধ্যাপক মোঃ কামরম্নল ইসলাম গাজী | শিক্ষানুরাগী সদস্য |
০৫ | মোঃ জহিরম্নল হক মোলস্না | অভিভাবক সদস্য |
০৬ | মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী | অভিভাবক সদস্য |
০৭ | এম.এ হানিফ ভূঞা | অভিভাবক সদস্য |
০৮ | রোকনুজ্জামান চৌধুরী | অভিভাবক সদস্য |
০৯ | রেহানা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | মোঃ আবুল হোসেন | সাধারণ শিক্ষক সদস্য |
১১ | মোঃ শামীম মিয়া | সাধারণ শিক্ষক সদস্য |
১২ | হাজেরা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
১৩ | মোঃ আবুল কাশেম | প্রধান শিক্ষক ও সদস্য সচিব |
জে.এস.সি | সাল ২০১০ ২০১১ ২০১২ | পরীক্ষার্থীর সংখ্যা ২০৭ ১৬২ ২৫৩ | উত্তীণ ১৯৪ ১৫৯ ২৫৩ | পাশের হার ৯৩.৭১% ৯৮.১৫% ৯৮.৮৩% |
এস.এস.সি | ২০০৯ ২০১০ ২০১১ ২০১২ ২০১৩ | ১২১ ৯১ ১৩৩ ১৯৪ ১৯১ | ১২১ ৯০ ১২৬ ১৯২ ১৮৯ | ১০০% ৯৮.৯০% ৯৪.৭৪% ৯৮.৯৭% ৯৮.৯৫% |
পলাশ উপজেলায় একমাত্র মডেল প্রকল্পের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান।
সততা , সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বিদ্যালয় সংশিস্নষ্ট ছাত্র ছাত্রী , শিক্ষক - শিক্ষিকা , কর্মচারী , এস,এম,সি সদস্য , অভিভাবক, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সকলের সার্বিক সহযোগিতায় একটি দÿ ও পারদর্শী মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র হিসাবে গড়ে তোলা ।
বিদ্যালয়টি যেহেতু উপজেলা সদরে সেহেতু উপজেলা সহ জেলা ও সমগ্র দেশের সাথে যোগাযোগা ব্যবস্থা অত্যমত্ম ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস