প্রতিষ্ঠানটি নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল পৌরসভার ৯নং ওয়ার্ডের করতেতৈল গ্রামে অবস্থিত। এর পশ্চিম পাশে বাংলাদেশ জুট মিলস এবং প্রাণ ফ্যাক্টরী অবস্থিত। ভবন ২টি শ্রেণীকক্ষ ৫টি এবং অফিস কক্ষ ১টি। |
প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষানুরাগী, জনাব আঃ রেজ্জাক মেম্বার জনাব এনায়েত আলী সরকার জনাব হাসমত উল্লাহ মাস্টার জনাব মোজাম্মেল হক মাস্টারের সক্রিয় উদ্যোগে প্রতিষ্ঠা হয়। এলাকার বিশিষ্ট্য ব্যাক্তিত্ব জনাব আঃ রেজ্জাক মেম্বার বিদ্যালয়টি স্থাপনের জন্য জমি দান করেন।
কমিটি গঠনের তারিখ ২২.০৩.২০১০ ইং তারিখে ১২জন সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। এবং পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৭%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৬%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৮%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
বিদ্যালয়টি পৌরসভায় থাকার কারনে উপবৃত্তি দেওয়া হয় না।
শতাভাগ ভর্তি, শতভাগ পাশের হার ঝরে পড়ার হার হ্রাস।
শতভাহ উপস্থিতি শতভাগ ভর্তি, শতভাগ পাশের হার নিশ্চিত করা।
পলাশ উপজেলা থেকে ঘোড়াশাল হইতে সিএনজি রিক্সা যোগ যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস