ঔতিহ্যবাহী জনতা আদর্শ বিদ্যাপীঠটি শীতলক্ষা নদীর পূর্ব তীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বিদ্যাপীঠটি জনতা জুট মিল্স লিঃ এর ব্যবস্থাপনায় পরিচালিত। অত্র বিদ্যাপীঠের ফলাফল সমেত্মাষজনক। ইহা ১৯৯৫ সনে এম.পি.ও. ভূক্ত হইয়া একটি বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইতেছে।
জনতা জুট মিল্স লিঃ প্রতিষ্ঠা হওয়ার পর অত্র মিলের চাকুরীরত শ্রমিক/কর্মচারী/ কর্মকর্তাগণের ছেলেমেয়েদের লেখাপড়ার সুবিধার্থে মিল এলাকার অভ্যমত্মরে শামিত্ম সুনিবিড় শিক্ষার অনুকুল পরিবেশে ইহা প্রতিষ্ঠা করা হয়। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা মিল কর্তৃপক্ষ বহন করে। জনতা জুট মিল্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে সুষ্ঠভাবে বিদ্যালয়টি পরিচালিত হইতেছে।
১। জনাব মোঃ নাজমুল হক- সভাপতি,
২। বাবু নিতীশ চন্দ্র দাস- শিক্ষক প্রতিনিধি,
৩। জনাব মোঃ নুরুল ইসলাম- শিক্ষক প্রতিনিধি,
৪। জনাব হাজেরা বেগম- সদস্য,
৫। জনাব মোঃ আনোয়ার হোসেন- সদস্য,
৬। জনাব মোঃ আঃ ছালাম- সদস্য,
৭। জনাব মোঃ সাহাবুদ্দিন প্রধান শিক্ষক- সদস্য সচিব।
সন | এসএসসি | জেএসসি | পিএসসি | ||||||
পরীক্ষার্থী | পাশ | পাশেরহার | পরীক্ষার্থী | পাশ | পাশেরহার | পরক্ষার্থী | পাশ | পাশেরহার | |
২০১৩ | ৫৭ | ৫৭ | ১০০% |
|
|
|
|
|
|
২০১২ | ৪৭ | ৪৭ | ১০০% | ৬৬ | ৬৬ | ১০০% | ৬৬ | ৬৬ | ১০০% |
২০১১ | ৫২ | ৫২ | ১০০% | ৬১ | ৬১ | ১০০% | ৭৬ | ৭৬ | ১০০% |
২০১০ | ৬৩ | ৬৩ | ১০০% | ৬৬ | ৬৬ | ১০০% | ৬৪ | ৬৪ | ১০০% |
২০০৯ | ৪৯ | ৪৯ | ১০০% |
|
সরকার প্রদত্ত প্রাইমারী ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতি বছর উলেস্নখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পেয়ে থাকে। এছাড়া মিল কর্তৃপক্ষ প্রত্যেক শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।
২০০৩ ইং সনে এস.এস.সি. পরীক্ষায় ঢাকা বোর্ডে ৯ম স্থান অধিকার করেছে। এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, টি.ভি. বির্তক, ক্রীড়া ও শরীর চর্চা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সহপাঠ্য ক্রমিক কার্যক্রমে পুরস্কার প্রাপ্ত হয়েছে।
বিদ্যালয়ের ফলাফল ভাল করার লক্ষ্যে আদর্শ পাঠদানের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক শিক্ষাক্রম অনুসরণ করে ছাত্র/ছাত্রীদের ফলাফল আশানুরুপ করার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত আছে।
যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস