প্রতিষ্ঠানটি নরসিংদী জেলার দ্বিতীয় বৃহত্তম বিদ্যালয় এবং ঘোড়াশাল পৌরসভার প্রাণ কেন্দ্রে শিল্পসমৃদ্ধ এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীর আন্তরিক সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৪টি দ্বিতল ভবন ও দুটি একতলা পাকা ভবন রয়েছে।
বর্তমানে বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট নিয়মিত ম্যানেজিং কমিটি বিদ্যমান।
কমিটির মেয়াদকাল ২০/১০/২০১১ হইতে ১৯/১০/২০১৩ পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০০৯ ১১৫ ৮০ ৬৯.৫৬%
২০১০ ১৪৭ ১৪৩ ৯৭.২৭%
২০১১ ১১৭ ১১৪ ৯৭.৪৩%
২০১২ ১২৪ ১২৪ ১০০%
জে,এস,সি পরীক্ষাঃ
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০১০ ৩১০ ৩০৬ ৯৮.৭০%
২০১১ ১৪৮ ১৪৮ ১০০%
২০১২ ১৫৪ ১৫৪ ১০০%
এস,এস,সি পরীক্ষাঃ
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণের সংখ্যা পাশের হার
২০০৯ ১৯৮ ১৩৬ ৬৮.৬৯%
২০১০ ২১১ ১৯৯ ৯৪.৩১%
২০১১ ১৩৬ ১৩৪ ৯৮.৫২%
২০১২ ১৮০ ১৭৭ ৯৮.৩৩%
২০১৩ ২১৩ ২০৯ ৯৮.১২%
বিদ্যালয়ে ৫ম শ্রেণী, ৮ম শ্রেণী এবং এস,এস,সি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা নিয়মিত শিক্ষাবৃত্তি লাভ করেন।
৫ম শ্রেণীতে প্রতি বছর ৪/৫ জন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি লাভ করে এবং জে,এস,সি পরীক্ষায় ২০১১ সনে ২ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।
বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করার এবং অধিক হারে বৃত্তি লাভের প্রচেষ্টা চলছে।
বিদ্যালয়ের সাথে জেলায় সড়ক ও রেল পথে এবং উপজেলায় সড়ক পথে যোগাযোগের উত্তম ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস