খানেপুর উচ্চ বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলারঘোড়াশাল পৌরসভায় অবস্থিত। ষষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখায় পাঠদান করা হয়। এর ভবন সংখ্যা-০৮। শিক্ষক সংখ্যা-১০ এবং অন্যান্য কর্মচারী সংখ্যা-০৩।
খানেপুর গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৯৬৮সালে বিদ্যালয়টি গড়ে ওঠে।
নিয়মিত কমিটি
জে এস সি | পাশের সন | মোট পরীক্ষার্থী | মোট উত্তীর্ণ | পাশের হার |
২০১০ | ৭০ | ৬৪ | ৯১.৪৩% | |
২০১১ | ৫৫ | ৫২ | ৯৪.৫৫% | |
২০১২ | ৮৬ | ৮২ | ৯৫.৩৫% | |
| ||||
এস এস সি | ২০০৯ | ৬৫ | ৪৮ | ৭৩.৮৫% |
২০১০ | ৫১ | ৪৩ | ৮৪.৩১% | |
২০১১ | ৬০ | ৫৪ | ৯০% | |
২০১২ | ৬৯ | ৬০ | ৮৬.৯৬% | |
২০১৩ | ৮৫ | ৮৪ | ৯৮.৮২% |
বিভিন্ন সময়ে পরীক্ষার ভাল ফলাফল ও খেলাধুলায় সুনাম অর্জনকরে আসছে।
শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে দেশের জন্য উন্নত জাতি গঠনেসহায়তা করা।
Online: khanepurhighschool@hotmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস