বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ডাংগা ইউনিয়নে অবিস্থত। বিদ্যালের মাঠের দৈর্ঘ্য ১৪০ ফুট, প্রস্থ ৩১ ফুট, ৬টি কক্ষ ও ৩ টি শৌচাগার ও একটি টিউবওয়েল আছে। বর্তমানে এখানে ৫ জন শিক্ষক আছে।
এই বিদ্যালয়টি কাজৈর গ্রামে অবিস্থত তাই বিদ্যালয়টি গ্রামের নাম অনুসারে নাম করন করা হয়েছে।
কমিটি গঠনের তারিখঃ ১০/০৩/২০১০
কমিটির সদস্য সংখ্যাঃ ১০ জন (পুরুষ-৬ জন মহিলা-৪ জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৬৫ %
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%,
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০ %
বিদ্যালয়টি পৌরসভায় অবিস্থত।
মোট ছাত্র ছাত্রীর ১৯৮ জন শিক্ষা বৃত্তি পেয়ে থাকে ।
সকল শ্রেণীর উপস্থিতির হার বৃদ্ধি ঝড়ে পড়ার হার রোধ করন, প্রতি বৎসর বৃত্তি প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি করন।
উপজেলা হতে বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস