কেন্দুয়াব সরকারি পাথমিক বিদ্যালয়টি নরসিংদী জেলার অমত্মরগত পলাশ উপজেলাধীন ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টির নাম গ্রামের নাম অনুসারে রাখা হয়। এলাকার শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিদের প্রচেষ্ঠায় ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জমি দাতা মৃত হাফিজুর রহমান। প্রতিষ্ঠাতা এ.কে ছায়েফ উদ্দিন।
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৭ জন মহিলা-৫জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৭১%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৬৩%,
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৭৯%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৭%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০ %
বিদ্যালয়ের মোট ৪১৫ জনের মধ্যে ১৬৭ জন উপবৃত্তি পায়।
বিদ্যালয়টিতে শিশুদের উপস্থিতি বৃদ্ধি ,পাশের হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করা হয়েছে।
শতভাগ ভর্তি নিশ্চিত করন, ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনা এবং উপস্থিতি ১০০% নিশ্চিত করন ও পাশের হার ১০০% ধরে রাখা ।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
দুরুত্ব প্রায় ২০ কি:মি:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস