বিদ্যালয়টি নরসিংদীজেলাধীণ পলাশ উপজেলার অমত্মরগত জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামে ১৯৯১ সালে স্থাপিত হয়। উক্ত বিদ্যালয়টি দুই গ্রামের মধ্যে অবস্থি বিধায় বিদ্যালয়টির নাম উত্তর চন্দন ও দক্ষিণ পারুলিয়া নাম করন করা হয়। বিদ্যালয় টি ২০০২ প্রাথমিক অনুমতি, ২০০৬ সালে অস্থায়ী রেজিষ্ট্রেশন্এবং ২০১০ সালে স্থায়ী রেজিষ্ট্রেশন লাভ করে। বর্তমানে বিদ্যালয়ের ভবনের কাজ চলছে।
ঐতিহ্যবাহী উত্তর চন্দন ও দক্ষিণ পারুলিয়া রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯১ সালে জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন দক্ষিণ পারুলিয়ার মাটিতে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টি এলাকার জ্ঞানী গুনী ব্যক্তিদের অক্লাামত্ম প্রচেষ্ঠায় প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের জমি দাতা ০৮ জন। মজনু মিয়া, ডা: সাইদুর রহমান, মতিউর রহমান, আনছর আলী, শাহাজদ্দিন, ফজলুল হক, আম্বর আলী, মোজাফর আলী। জমির পরিমান ৩৩ শতাংশ। উক্ত বিদ্যালয়টি পাকা রাসত্মার পার্শ্বে অবস্থিত ।
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৯ জন মহিলা-৩ জন)
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৬০%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৪৮%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৫ %
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
১ম শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যমত্ম ৮৫ জন সুবিধাভোগী ছাত্র ছাত্রী শিক্ষা বৃত্তি পেয়ে আসছে।
ঝরে পড়ার হার কমছে এবং শিক্ষার মান বাড়ছে ও উপস্থিতির হার বাড়ছে।
শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ঝড়ে পাড়ার হার শূন্যে নিয়ে আশার এবং ছাত্র ছাত্রীদেরকে সু নাগরিক হিসেবে গড়ে তোলা।
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার যোগাযোগ ব্যবস্থ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস