নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র মহিলা ইসলামী শিক্ষায়তন, চরসিন্দুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণদেওড়া গ্রামে অবস্থানরত । অত্র এলাকার মহিলাদের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী ইসলামী ও আধুনিক শিক্ষা সম্প্রসারনে বিশেষ ভূমিকা রেখে চলছে।
দক্ষিন দেওড়া ও তৎপার্শ্ববর্তী গ্রামের মহিলাদের মধ্যে ইসলামী শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে অত্র এলাকার সর্বস্তরের জনগনের আকাঙ্খার প্রেক্ষিতে তৎকালিন পলাশ উপজেলার স্বনাম ধন্য ’’দক্ষিন দেওড়া দেশগড়ি আদর্শ সমবায় সমিতির ’’ বলিষ্ঠ উদ্যোগে ও অর্থায়নে এবং তত্ত্বাবধানে সমিতির স্বৃতি হিসেবে অত্র মাদ্রাসাটি ’’দক্ষিন দেওড়া দেশগড়ি আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা’’ নাম করনের ভিত্তিতে অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ আলী আকন্দ
সাল | মোট পরীক্ষার্থী সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা | পাশের হার |
২০০৯ | ৬২ | ৪২ | ৬৭.৭৪% |
২০১০ | ৬৮ | ৪৯ | ৭২.০৬% |
২০১১ | ৫৬ | ৪২ | ৭৫% |
২০১২ | ৪৬ | ২৫ | ৫৫.৫৬% |
২০১৩ | ২২ | ১৬ | ৭২.৭৩% |
২০১০ | ১২ | ০৪ | ২৬.৬৭% |
২০১১ | ১৫ | ০৯ | ৬০% |
২০১২ | ৩৫ | ২৬ | ৭৪.২৯% |
প্রাথমিক সমাপনী |
| ||||
২০১১ | ৬৯ | ৫৬ | ৬০% | ||
২০১২ | ৬১ | ৪৯ | ৫৯% |
প্রত্যন্ত গ্রামাঞ্চলে বালিকাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ সফল হয়েছে।
বাণিজ্য, বিজ্ঞান ও আলিম শ্রেনী খোলার পরিকল্পনা করা হয়েছে
উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস